কার্যকর তারিখ: জানুয়ারী ২০২৫

আপনি যখন আমাদের ওয়েবসাইট https://firstcartbd.com/ ব্যবহার করেন, তখন নিচের শর্তাবলী মেনে চলতে সম্মত হন।

১. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন

আপনি যদি অর্ডার করতে চান, তাহলে সঠিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

২. পণ্যের তথ্য

আমরা পণ্যের ছবি ও বিবরণ যতটা সম্ভব সঠিক রাখার চেষ্টা করি। তবুও কোনো ভুল হলে আমরা তা সংশোধন অথবা অর্ডার বাতিল করার অধিকার রাখি।

৩. মূল্য ও পেমেন্ট

  • সকল দাম বাংলাদেশি টাকায় (BDT) প্রদর্শিত হয়।

  • আমরা বিকাশ, নগদ, রকেট ও ক্যাশ অন ডেলিভারি গ্রহণ করি।

  • মূল্য ও প্রাপ্যতা যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

৪. অর্ডার নিশ্চিতকরণ ও বাতিল

  • অর্ডার করার পর ফোন বা মেসেজে কনফার্মেশন পাবেন।

  • আমাদের কাছে অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষিত আছে।

৫. ডেলিভারি নীতি

বাংলাদেশের ভেতরে সাধারণত ২–৫ কার্যদিবসে ডেলিভারি করা হয়। পরিবহনে বিলম্ব হলে আমরা দায়ী নই।

৬. কপিরাইট

ওয়েবসাইটের সকল কনটেন্ট (লেখা, ছবি, লোগো ইত্যাদি) FirstCartBD-এর মালিকানাধীন।

৭. নিষিদ্ধ ব্যবহার:

আপনি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন না:

  • বেআইনি কাজে

  • স্প্যাম বা ভাইরাস ছড়াতে

  • আমাদের সাইটের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে

৮. দায়সীমা

ওয়েবসাইট ব্যবহারে কোনো ক্ষয়ক্ষতির জন্য FirstCartBD দায়ী থাকবে না।

৯. আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলী বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত হবে।