কার্যকর তারিখ: জানুয়ারী ২০২৫

FirstCartBD সবসময় চেষ্টা করে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে। নিচে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা তুলে ধরা হলো।

১. রিটার্নের শর্ত

আপনি রিটার্ন করতে পারবেন যদি:

  • আপনি ভুল, নষ্ট বা ভাঙ্গা পণ্য পেয়ে থাকেন

  • পণ্যের সমস্যা ডেলিভারির ৩ দিনের মধ্যে জানানো হয়

  • পণ্যটি অপ্রয়োজনীয় ও আসল প্যাকেজিংয়ে থাকে

যেসব পণ্য রিটার্নযোগ্য নয়:

  • খাবার জাতীয় দ্রব্য

  • স্বাস্থ্য বা হাইজিন পণ্য

  • কাস্টমাইজড বা অর্ডার অনুযায়ী তৈরি পণ্য

২. রিটার্ন করার প্রক্রিয়া

  • ফোন, ফেসবুক পেজ বা ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন

  • ছবি/ভিডিও প্রমাণ দিন

  • যাচাইয়ের পরে রিটার্ন ব্যবস্থা করা হবে

৩. রিফান্ড নীতি

নিম্নলিখিত ক্ষেত্রে আমরা রিফান্ড দিয়ে থাকি:

  • পণ্য স্টকে না থাকলে

  • শিপমেন্টের আগে অর্ডার বাতিল করলে

  • যাচাইকৃত রিটার্ন গ্রহণের পর

রিফান্ড পদ্ধতি:
বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে ৭–১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া করা হয়।

৪. রিপ্লেসমেন্ট

ভুল বা নষ্ট পণ্য পেলে, যাচাইয়ের পর বিনামূল্যে নতুন পণ্য পাঠানো হবে।

৫. অর্ডার বাতিল

  • অর্ডার শিপ করার আগেই বাতিল করা যাবে।

  • একবার শিপ হলে বাতিল করা যাবে না, তবে রিটার্ন করতে পারবেন।

৬. যোগাযোগ করুন:

ইমেইল: [email protected]
ফোন: +880 17 1766 0242, 01911048262, 01618740676